তিন গ্রামের আধি অক্ষর নিয়ে বিদ্যালয়টির নামকরণ করা হয় ডি. টি. বি। বিদ্যালয়ের ৪৬ ডি: জমির উপর প্রতিষ্ঠিত। ভৌত অবকাঠামো মোটামুটি ভাল। যোগাযোগের ব্যবস্থা তেমন ভাল না। পাকা রাস্তা থেকে প্রায় ২ কি. মি. দুরে বিদ্যালয়টি অবস্থিত।
অত্র এলাকার জনসাধারণ ১৯৬৪ সালে দেওভোগ মৌজাস্থ ৫০ ডি: জমির উপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। পরবর্তী স্থায়ী ভাবে ১৯৬৯ সালে বেসরকারী তিন গ্রামের জনসাধারণ তেতুলিয়া মৌজাস্থ ফয়জুর রহমানের ৪৬ ডি: জমির তিন গ্রামের আদি অক্ষর দিয়ে বিদ্যালয়টি ডি. টি. বি নামকরণ করা হয়।
সদস্য ১১ জন, পুরুষ-৭ এবং মহিলা-৪ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস