কালের স্বাক্ষী বহনকারী লৌহজং নদীর তীরে গড়ে উঠা মির্জাপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মহেড়া ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ মহেড়া ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল। মহেড়া ইউনিয়ন পরিষদের উত্তরে বাসাইল উপজেলা কাঞ্চনপুর ইউনিয়ন, দক্ষিনে মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়ন, পুর্বে মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন, পশ্চিমে দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়ন অবস্থিত।
ক) নাম – ১নং মহেড়া ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ১২ (বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩০,০০০ জন (প্রায়)
ঘ) গ্রামের সংখ্যা – ১৭ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৫ টি।
চ) হাট/বাজার সংখ্যা -২০ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৯০%।
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,
উচ্চ বালিকা বিদ্যালয়ঃ ১টি,
মাদ্রাসা- ৩টি। গ্রামনাহালী, গোড়াকী, হিলড়া আদাবাড়ী মাদ্রসা।
কলেজ-১টি।গ্রামবাংলা বিএম এন্ড টেকনিক্যাল কলেজ।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –বাবু বিভাস সরকার নূপুর
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ২টি। (ক) মহেড়া জমিদার বাড়ী, (খ) মহেড়া রেল ষ্টেশন।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ২০০২ ইং।
ড) গ্রাম সমূহের নাম –
(১) আদাবাড়ী, (২) ভাতকুড়া, (৩) গোড়াকী, (৪) তেঘুরী, (৫) গ্রামনাহালী, (৬) মহেড়া, (৭) আগছাওয়ালী, (৮) নগর ছাওয়ালী,
(৯) স্বল্প মহেড়া, (১০) গবড়া, (১১) বলটিয়া, (১২) দেওভোগ, (১৩) তেতুলিয়া, (১৪) ডোকলাহাটী, (১৫) হিলড়া আদাবাড়ী,
(১৬) হাড়ভাংগা, (১৭) হিলড়া।
ঢ) ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ১০ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস